পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আট মুক্তা

হাতেম রঃ এর আট মুক্তা হযরত হাতেম রহঃ এর আটটি মাসআলাহ শিক্ষা। হযরত হাতেম আছাম রঃ যিনি বিখ্যাত বুজুর্গ , এবং হযরত শাকীক বলখী রঃ এর খাাছ শাগরেদ ছিলেন। একবার তাহার উস্তাদ জিজ্ঞাসা করলেন যে, হে হাতেম! কতদিন ধরে আমার সাথে আছো? তিনি বললেন তেত্রিশ বসর যাবত। জিজ্ঞেস করিলেন এতদিনের মধ্যে তুমি কি শিখিলে আমার থেকে? হাতেম রঃ বলেন আমি মাত্র আটটি মাসআলাহ শিখেছি। শাকীক বলখী রঃ বলেন ইন্না লিল্লাহ এত দিনের মধ্যে মাত্র আটটি মাসআলাহ শিখলে, আমার জীবনটাই তো বরবাদ তোমাকে সময় দিয়ে। হাতেজ রঃ বলেন হুজুর! মিথ্যা তো আর বলতে পারি না সত্যি বলছি মাত্র আটটি মাসআলাহই শিখেছি। হযরত শাকীক বলখী রঃ বলেন আচ্ছা তাইলে এবার বলো কি আটটি মাসআলাহ যা তুমি শিখেছো। হাতেম রঃ বলেন ——— * এক * আমি দেখিলাম যে, মাখলুকের মধ্যে প্রত্যেকরই কারও না কারও সহিত মুহাব্বত রহিয়াছে স্ত্রী বিবি বাল বাচ্চা সন্তানাদি বন্ধু বান্ধব ইত্যাদির সাথে ভালবাসা স্থাপন হয়। কিন্তু আমি দেখলাম মৃত্যুর সময় সবাই পর হয় এজন্য আমি নেক আমল সমহর সাথে বন্ধুত্ব করিয়াছি যাতে মৃত্যর আগে সাথে থাকে ও পরও সাথে থাকে। হযরত শাকীক বলখী রঃ বলেন ভাল করেছো * দুই * আমি আল্লাহ পাক