পোস্টগুলি

2018 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শবে বরা'য়াত কি ও কেন? এবং করণীয় ও বর্জনীয়

ছবি
মুফতি হাবীবে শাহাদাৎ সিরাজী الله تعالى نحمد ونصل ونسلم على رسوله احمد اما بعد হামাদ্ সালাতে পরসমাচার কথা হল, আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মদীরর বয়স বা সময় সীমা স্বল্পতার কারণে মাঝে মাঝে একেকটা অফার দান করেছেন। এই অফার কখনও দৈনিক কখনও সাপ্তাহিক কখনও মাসিক কখনও আমার বাৎসরিক। এমনি ভাবে শবে বরায়াত শবে ক্বদর, ইত্যাদি দিবা নিশি অফারময় করে আল্লাহ তায়ালা বানিয়েছেন আলহামদুলিল্লাহ,,আল্লাহ তুমি অশেষ মেহেরবান। আগের যুগে মানুষ ১০০- ১০০০ বসর জীবিত থাকতো এসময়ের মাঝে যা ইবাদাত বন্দেগী করতে পারতেন। আজ এখন মানুষ ৬০-৮০ বসর জীবন পেয়ে তাদের চেয়ে বেশি বন্দেগী করতে পারে এটা আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া কিছু না। ওই সকল অফারের মধ্যে শবে বরায়াতও একটা বিশাল অফার শবে বরা'য়াতের পরিচয়। “শব” শব্দটা ফার্সি। যার অর্থ হল-রাত। আর বরাআত এটি আরবী শব্দ। যার অর্থ হল “মুক্তি পাওয়া। অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির পাওয়া। আর জাহান্নাম থেকে মুক্তির রাত হল শবে বারাআত। বরাত বলাটা ভুল। কারণ শবে বরাত ( ﺑﺮﺍﺕ ) মানে হল বিয়ের রাত। সুতরাং আমরা বলব-শবে বারাআ

ভূমিকা

আল্লাহর মেহেরবানী ও দয়ায় আবারও আসলাম আপনাদের পাশে মুফতি হাবীবে শাহাদাৎ সিরাজী  সবাইকে আমার এই ব্লগে আসতে আহবান করছি।
সকল প্রশংসা তারই দরবারে যার হাতে আমার জীবন ও মরন।  যিনি দিয়েছেন এক কৌতুহলী প্রাণ যাকে ভুলা যায় না সময় এক খান।   তিনিই আল্লাহ,